নিষিদ্ধ গল্প


নিষিদ্ধ গল্প 
সাদিয়া মেরিলিন তিথি 


সাইকেল তো সবাই দেখেছ!
সমাজটা ও একটা সাইকেল নারী পুরুষ তার চাকা,
একটা চাকাতে অাঘাত করলে সাইকেল শেষ, 


জীবন নামক সাইকেলটা চালাতে তেমনই দুটির চাকার প্রয়োজন,
অথচ জীবনের নির্মম সত্যি ছোটকাল থেকে 
ছেলে আর মেয়ের প্রভেদ
করে দেই আমরা,
অসম আচরণ, 
অসম বিচার, 


অতপর দুটি মানুষের চিন্তাটা বনসাইয়ের মতো হয়ে যায়,
সমাজ দুজন দুজনকে চিনিয়ে দেয়, 
ভিন গ্রহের প্রাণী হিসেবে, 
ফলশ্রুতিতে দুপক্ষের কাদা ছোড়াছুড়ি,
সমাজ মেয়েকে বোঝায় সে এক ভোগ্য সামগ্রী মাত্র,
দুইবেলা খাবে, রান্না, ঘরকন্যা 
অন্যথা হলে মার, 
ঠিক পশুর মতো জীবন,
নারীকে মুক্ত চিন্তা করতে দিতে হয়,
তোমরা তো অাবার মুক্তচিন্তার ভিন্ন অর্থ বের করেছ,
বেগম রোকেয়াকে যদি বনসাই করে রাখা হতো,। 


নারীদের মুক্তি সম্ভব ছিলো না,
তাকে সাহায্য করেছে যারা তারা সাইকেলের অপর চাকা,
নারী যদি গাছ হয়, 
পুরুষ শক্ত মাটি, 
তুমি যদি তাকে বোঝাও সে পণ্য, 
সে শরীরটাই মেলে ধরবে,
যদি বোঝাও সে সহযোদ্ধা তবে সে তোমার 
ঢাল হবে, 
মনের শক্তি হবে, 


মাটি গাছকে যা দিবে গাছ তাই শ্বসন করবে 
অমৃত দিলে অমৃত,
কালকূট দিলে কালকূট, 
অতঃপর তার ফল কতটা মিষ্টি হবে তোমরাই ভেবে নিও

No comments

Powered by Blogger.