কবিদের সাথে কথকতা

কবিদের সাথে কথকতা 

সাদিয়া মেরিলিন তিথি 

হে কবি তুমি যখন নারীদেহের 
ভাঁজে মত্ত 
তখন আমি দেখি মানচিত্র ছিঁড়ে খায় একদল শকুন,। 


হে কবি তুমি যখন পুরুষবন্ধুকে গালিগালাজে ব্যস্ত তখন অামি দেখি 
একজন পিতা কত অসহায়
একজন ভাই দিনরাত খাটছে ছোট ভাইবোনদের জন্য,
অথচ তুমি তখন পুরোপুরুষ জাতটাকে গালি দিয়ে দিলে, 
হে কবি 
অবলীলায় তুমি সাদা পাতায় লেখে যাও 
অশ্লীল কিছু বাক্য, 
অামি তখন অশ্লীল বাক্যগুলোকে সাজাতে বসি, 
যাতে এ বাক্যে আটকে থাকে অন্যে,
হে কবি।

তুমি কথার ছলে হাসতে হাসতে ছিঁড়ে ফেলছিলে সুন্দর একটা লাল গোলাপ, 
আমি তখন তোমার কাছ থেকে তা চেয়ে নিলাম ঠাঁই দিলাম আমার খোঁপায়,
হে কবি 
এসো না এক আকাশের নীচে! 
টং দোকানের চা খাই,
সাথে কমদামী টোস্ট,
অামি তোমায়, 
চা খেতে বলেছিলাম তুমি খেতে গেলে চাইনিজে, 
পোলাও আর রোস্ট।

No comments

Powered by Blogger.