নব দিগন্ত


আপনি কি কবিতা লেখেন? তবে আর দেরি না করে আজই নব দিগন্ত তে কবি ,লেখক হিসেবে যোগ দিন। দেশের প্রথম কবিতার ওয়েবপোর্টালে আপনার নিজস্ব প্রোফাইল তৈরি করে আপনার কবিতা ,লেখা শেয়ার করুন দেশ-বিদেশের কোটি বাঙ্গালির সাথে।

পাশাপাশি অন্যান্য লেখক  কবিদের কবিতা পাঠ এবং মন্তব্য আদান-প্রদানের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।








একজন ভাল বনধু একটা লাইব্রেরির সমান।তাই বন্ধু হয়ে পাশে থেকো। তুমি হয়তো সেই লাইব্রেরী। লাইক দাও পাশে থাক। কপি করে লাভ নেই সব কিছু অর্ধেক কবিতা। পূর্নটা আমার কাছে সংরক্ষিত, ও ম্যাগাজিনে প্রকাশিত। ভাল লাগলে লাইক দিন।ভাল না লাগলেও কমেন্ট করুন যা ইচ্ছা। এটা মানা করব না। আপনি যা দেখছেন আসলে তা নয়। এটার ব্যাখ্যা অন্য কিছু। যেমন বেশির ভাগ উপহাস, আর ভালবাসা র কবিতা গুলো এক নাও থাকতে পারে। বা অন্যকিছু ও হতে পারে। সবসময় যা দেখি তাই হতে হবে তা তো ঠিক নয়।এটা আপনার ভাল নাও লাগতে পারে।তবু ইচ্ছা মতো কমেন্ট করুন যা খুশি তা। তবু কপি করবেন না।এটাই অনুরোধ।  
Powered by Blogger.