তোমার আমার ভালবাসা - মোঃআব্দুল্লাহ্ আল মামুন
তোমার আমার ভালবাসা
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
তোমার আমার ভালবাসা
সেই কবে ইতিহাস হল ।
জ্বলের সাথে মিশে হল একাকার
কত যে কথা ।
কত যে ব্যাথা হইল মলিন।
তা জানে না কেউ।
এসব কিছুতেই ।
কোন এক লোভ ।
ছিল কি লোভাতুর মনে।
তোমাতে বা আমাতে ।
ছিল কি ভালবাসার কথা ছারা কিছু?
ছিল কি বাসনা কোন সুপ্ত
তোমার মনে কি ছিল সে প্রেম?
যে প্রেম হয় শরীরের সাথে শরীরের।
মানবের সাথে মানবীর প্রেম।
তুমি কি ছিলে ?
আমি কি ছিলাম ?
নষ্ট দেহের নষ্ট পৃথিবীর লোভে লোভী।
সুন্দর
ReplyDelete