মুক্ত চিন্তা

















মুক্ত চিন্তা
বিজ্ঞান সম্মত চিন্তা
         
আমার বুকটা চিরে দেখালে
সেখান থেকে হৃদপিন্ড টাই বের হবে।।
আর কিছু না।

তবে মস্তিষ্ক টা স্কেন করলে।
চিন্তার স্তরে বের হবে তোমার নাম।

তোমার নাম কতবার নিয়েছি।
তার হিসাবটাও আসবে।।

তোমার প্রেমিক কবি।
তোমাকে মিথ্যা বলে দিয়েছে ধোকা।
আমি মিথ্যা বলিনি।
কারন হৃদপিন্ডে কারো নাম থাকেনা।

সেটার কাজ অপরিস্কার রক্ত পরিস্কার করা শরীরে রক্ত সরবরাহ করা "

আর রক্ত প্রবাহ সঠিক রাখা।
তোমার প্রেমিক কবি মিথ্যুক "
আর সে একটা প্রাচীন কালের ভুত।

তাই সে বিজ্ঞান জানে না।।
হৃদপিন্ডে কারো নাম থাকে না " বাবু।
থাকে দুষিত রক্ত।

বোকার কবিতা আর কত পড়বে।
এখন একবার মানুষ হতে শেখ।
মুক্ত চিন্তাই করবা।
বিজ্ঞান সম্মত চিন্তাই যখন করবা।
তবে ভাল কিছু নিয়েই কর।

তোমার প্রেমিক কবি "
কবি সেতো মিথ্যা স্বপ্নে বিভোর।
তোমাকেও দেখাল কুসংস্কারের বায়োস্কোপ।
তুমিও দেখলে বিশ্বাসের সাথে।

যেখানে সত্যই নেই "
ভালবাসার বিশ্বাস থাকে কি করে।

যেখানে ভাবনার অলিক কল্পনা "
সেটাতো বাস্তবতা নয়।
বালি দিয়ে তৈরি প্রাসাদ "
বার বার ভাঙে আর গড়ে।

তোমার প্রেমিক, কবি ভন্ড প্রতারক "
প্রতারণার জালে ফাঁসিয়ে তোমাকে।
খেলেছে মাতাল খেলা "

তার খেলা তুমি না বুঝেই
তাকে দিয়ে দিয়েছ যা ছিল।

তবে এখন কেন বল?? 
মিথ্যাবাদী সকল পুরুষজাতি।

অসচেতনতার দরুন গর্তে পড়বে তুমি।
অপরাধী কি রাস্তা যে বানিয়েছে সে??
অপরাধী কি রাস্তার পথিক???

নাকি তুমি অসচেতন ছিলে??

ভন্ড প্রেমিকের বুকে তোমার নাম।
তোমার বুকে ভন্ডের নাম।
হাত কেটে তুমি করেছ বদনাম।
কি সুন্দর প্রেমের কাহিনী তোমার।

প্রেম তো নয় "
যেন কাটাকাটি করা এক কসাইখানা।
কসাই শুধু কাটছে "
বুক, আর হৃদপিন্ড,কেটে লিখছে নাম

হাত কেটে,দেহ কেটে "
নামের ফলক আঁকছে সে
সে যেন চিত্রকার তোমার জন্য!!!

কি অদ্ভুত প্রেম কাহিনী "
প্রেমের অর্থটাকেই ধ্বংস করে, 
বদলে ফেলেছ সবকিছু তোমরা 

এটা কি প্রেম??

অদ্ভুত একটা আলৌকিক কাহিনী "
ভৌতিক কাহিনীর মতো।

No comments

Powered by Blogger.