সন্ত্রাসে সতন্ত্র আছি

সন্ত্রাসে সতন্ত্র আছি শ্যামল সোম


গুপ্ত ঘাতকের দল ঘুরছে ছদ্মবেশে জারজে জারজে ভরে গেছে এদেশ ওদেশ, ভালো মানুষের বিনয় মুখোশ, সজোড়ে ছিঁড়ে মুখোশ খুলে ঝুলিয়ে দিয়েছি উপাসনালয় প্রাচীরে, কুপিয়ে, খুন করেছি শয়তানের মানুষে অবয়ব। জারজে সন্তান জন্ম দিয়েছে ধর্ষিতা জননীর স্তন দুগ্ধ পাই নাই জারজেরা সাহিত্যে কাব্যলোকে আহাম্মক কবিরা ছাগল দাড়ি নেড়ে বাহবা দেয় চাটুকার, রাজপ্রাসাদে অলিন্দেআড়ালে ফেরবাজ তোষামদে তোওয়াজে তোলে আওয়াজ। পাগল ছাগল গাড়ালে অশ্লীল গালি দেয় কাব্যিক নান্দনিক শৈল্পিক অনন্য লেখায়, বউকে তাড়িয়ে অভ্র পাবার লোভে পরনারী ভালোবাসার ছলনায় ছলছুতো খুলে শাড়ি। পরকীয়া প্রেমে বুঁদ প্রেমিককের ছদ্মবেশ, বিপন্ন মানবতা শৃঙ্খলিত মুক্তি লক্ষ্যে লোভ সর্বত্র খুঁজে ফিরি স্বকীয়বৈশিষ্ট্য অস্তিত্ব,ক্ষোভ, ক্ষেপে গিয়ে একাই টান দিয়ে ছিঁড়েছি দাড়ি, বিনিদ্ররাতে কড়ানাড়া, "অবনী আছো কি বাড়ি?"





No comments

Powered by Blogger.